আমার চোখে তুই-ই বেস্ট;
আর কাউকেই চাইনা। তোর হরিণচোখ,
তোর স্বেদবিন্দুস্ফুট নাসাপুট, তোর
ভারাবনত শ্রোণীদেশ, আর তোর
ঠোঁটের লিপস্টিক। এই সবই ভালো।
হোক না ভাষা বিভিন্ন, থাক না স্থান
ও কালের ব্যবধান, যতক্ষণ তুই
আছিস আমার কাছে, মন ততক্ষণই
থাকে ভালো। ভীষণ, ভীষণ ভালো।
তোর সঙ্গেই খেলব অনাদিকালের খেলা,
তোর সঙ্গেই করব রচনা নব-নব প্রবন্ধের,
আর তোর সঙ্গেই দেব জন্ম দুই অপত্যের।
অপেক্ষা এখন শুধুই সময়ের। বলছি
আবারও, আমার চোখে তুই-ই শ্রেষ্ঠা।
Friday, December 25, 2015
ভবিষ্যদ্বাণী
দাঁড়াশ সাপের মত জড়িয়ে ধরব তোকে;
আমার লিঙ্গ ঢুকে যাবে তোর যোনিতে।
ঘেমে উঠবে সারা শরীর, শ্বাস-প্রশ্বাসে
জেগে উঠবে কাম, চুমুতে চুমুতে পাগল
হয়ে যাবি তুই; হৃত্স্পন্দন যাবে বেড়ে,
নখের আঁচড়ে জেগে উঠবে আমার পিঠে
সুদীর্ঘ বলিরেখা। তোর জন্যে মেয়ে, জন্মাব
শত-সহস্র-কোটি-বার, তোর জন্যে ছেড়ে
দেব পরস্ত্রীকাতরতা, তোর জন্যে দেব বিসর্জন
মদ-বিড়ি-গাঁজা-সিগারেট আর আরো আছে
যত আদিম রিপু। ছেড়ে দেব তুই যা আমায়
বলবি ছাড়তে। ঘুরিয়ে দেব মোড় ছয় রিপুর।
তুই এখন শুধু চলে আয় আমার কাছে,
আমার বুকে, আমার পিঠে, আমার কোলে,
তাড়াতাড়ি ঢুকে পড় আমার অন্দরমহলের
অন্তরে, আমার শূন্য রাজপ্রাসাদের পাটরাণী
হয়ে ওঠ - সমস্ত জীবন দিয়ে বরণ করি তোকে।
আমাকে আলিঙ্গন-চুম্বন কর্, হৃদয় পূর্ণ হোক কন্যা
তোর সুগন্ধে, চিত্ত হোক সমাহিত পূতপুষ্পদলে,
মথিত-পিষ্ট-চূর্ণ হোক দুঃস্বপ্নেতিহাস দিব্যশষ্পভূমে।
ফুটে উঠুক পারিজাত আজ আমার চতুর্দিকে।
আমার লিঙ্গ ঢুকে যাবে তোর যোনিতে।
ঘেমে উঠবে সারা শরীর, শ্বাস-প্রশ্বাসে
জেগে উঠবে কাম, চুমুতে চুমুতে পাগল
হয়ে যাবি তুই; হৃত্স্পন্দন যাবে বেড়ে,
নখের আঁচড়ে জেগে উঠবে আমার পিঠে
সুদীর্ঘ বলিরেখা। তোর জন্যে মেয়ে, জন্মাব
শত-সহস্র-কোটি-বার, তোর জন্যে ছেড়ে
দেব পরস্ত্রীকাতরতা, তোর জন্যে দেব বিসর্জন
মদ-বিড়ি-গাঁজা-সিগারেট আর আরো আছে
যত আদিম রিপু। ছেড়ে দেব তুই যা আমায়
বলবি ছাড়তে। ঘুরিয়ে দেব মোড় ছয় রিপুর।
তুই এখন শুধু চলে আয় আমার কাছে,
আমার বুকে, আমার পিঠে, আমার কোলে,
তাড়াতাড়ি ঢুকে পড় আমার অন্দরমহলের
অন্তরে, আমার শূন্য রাজপ্রাসাদের পাটরাণী
হয়ে ওঠ - সমস্ত জীবন দিয়ে বরণ করি তোকে।
আমাকে আলিঙ্গন-চুম্বন কর্, হৃদয় পূর্ণ হোক কন্যা
তোর সুগন্ধে, চিত্ত হোক সমাহিত পূতপুষ্পদলে,
মথিত-পিষ্ট-চূর্ণ হোক দুঃস্বপ্নেতিহাস দিব্যশষ্পভূমে।
ফুটে উঠুক পারিজাত আজ আমার চতুর্দিকে।
Sunday, December 20, 2015
পূর্বাভাস
কবিরা বুঝতে পারে।
তুই কি আমায় বুঝিস,
সুরঙ্গমা?
তৃতীয় বিশ্বযুদ্ধের
দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
যখন মাঝে মাঝেই
খুঁজে পাই না
কথা বলার কাউকে,
তুই কি তখন
থাকিস আমারই আশেপাশে?
যখন কাউকে করা
যায় না বিশ্বাস,
জানি তুই আছিস
তখন আমাকে ঘিরে,
আমারই চারপাশে।
কবিরা বুঝতে পারে।
তুই কি আমায় বুঝিস,
সুরঙ্গমা?
তৃতীয় বিশ্বযুদ্ধের
দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
যখন মাঝে মাঝেই
খুঁজে পাই না
কথা বলার কাউকে,
তুই কি তখন
থাকিস আমারই আশেপাশে?
যখন কাউকে করা
যায় না বিশ্বাস,
জানি তুই আছিস
তখন আমাকে ঘিরে,
আমারই চারপাশে।
কবিরা বুঝতে পারে।
Saturday, October 17, 2015
The "Pill"
It's all about happiness;
You travel a thousand miles,
Make many cross-country trips,
Wade through the NYC crowd
In a cloudy and sad evening;
You trudge through the rainy slush
In old, forgotten alleyways full of
Creaky doors and squeaky mice.
You drive through the golden fields
Of corn, of barley, hay, and rice,
Into the afternoon sky of sunshine
Through the veils of cloud; you play
Soothing music in your player, just
To take a brief breath of respite in
The midst of a gathering storm.
After all, it's all about happiness.
You travel a thousand miles,
Make many cross-country trips,
Wade through the NYC crowd
In a cloudy and sad evening;
You trudge through the rainy slush
In old, forgotten alleyways full of
Creaky doors and squeaky mice.
You drive through the golden fields
Of corn, of barley, hay, and rice,
Into the afternoon sky of sunshine
Through the veils of cloud; you play
Soothing music in your player, just
To take a brief breath of respite in
The midst of a gathering storm.
After all, it's all about happiness.
পুনরাগমন
তোকে ভালোবাসি;
সমস্ত মন দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে তোকে ভালোবাসি;
ভালোবাসি তোকে ঝড়ের মধ্যে, ভালোবাসি তোকে মেঘের
লেখায়, ভালোবাসি তোকে কঙ্কণের কিঙ্কিণীতে। কাছে আয়,
বোস আমার কোলে, বন্ধ হয়ে যাক শ্বাস-প্রশ্বাস, দিকে-দিগন্তে
বেজে উঠুক নুপূরের ঝঙ্কার। বৃষ্টিধারা নেমে আসুক ঊষর
মরুপ্রান্তরে, ধন্য হোক আমার শরীর তোর শরীরে মিশে,
চুম্বনজাল প্রসারিত হোক দুই ওষ্ঠাধরের ফাঁকে; নিবিড়ভাবে
আশ্লিষ্ট-নিষ্পিষ্ট হোক বেদনাকাতর মরীয়া এই দেহ, তোকে গান
শোনাই আজ অনাদিকালের, হোক কামনার সংসৃজন। কাছে
আয়, প্রবেশ করি তোর মধ্যে, তোর অন্তরমহলের অন্দরে, ঘন
অরণ্যের কন্দরে। বনস্পতি-সঙ্ঘর্ষে আজ জ্বলে উঠুক বাসনার
দাবানল, হোক নব প্রাণের আগমনবার্তা ঘোষিত চেতনার শেষ
গ্রন্থিতে। আয় তোকে ভালোবাসি আজ আর সব কিছু ছেড়ে।
সমস্ত মন দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে তোকে ভালোবাসি;
ভালোবাসি তোকে ঝড়ের মধ্যে, ভালোবাসি তোকে মেঘের
লেখায়, ভালোবাসি তোকে কঙ্কণের কিঙ্কিণীতে। কাছে আয়,
বোস আমার কোলে, বন্ধ হয়ে যাক শ্বাস-প্রশ্বাস, দিকে-দিগন্তে
বেজে উঠুক নুপূরের ঝঙ্কার। বৃষ্টিধারা নেমে আসুক ঊষর
মরুপ্রান্তরে, ধন্য হোক আমার শরীর তোর শরীরে মিশে,
চুম্বনজাল প্রসারিত হোক দুই ওষ্ঠাধরের ফাঁকে; নিবিড়ভাবে
আশ্লিষ্ট-নিষ্পিষ্ট হোক বেদনাকাতর মরীয়া এই দেহ, তোকে গান
শোনাই আজ অনাদিকালের, হোক কামনার সংসৃজন। কাছে
আয়, প্রবেশ করি তোর মধ্যে, তোর অন্তরমহলের অন্দরে, ঘন
অরণ্যের কন্দরে। বনস্পতি-সঙ্ঘর্ষে আজ জ্বলে উঠুক বাসনার
দাবানল, হোক নব প্রাণের আগমনবার্তা ঘোষিত চেতনার শেষ
গ্রন্থিতে। আয় তোকে ভালোবাসি আজ আর সব কিছু ছেড়ে।
দ্বিজ
আমার নতুন জন্ম হল আমার বউয়ের গর্ভ থেকে;
নাড়ী কেটে বার করে আনা হল আমার ছোট্ট
শরীরটাকে। ভূমিষ্ঠ হলাম মাতৃকা-পাদমূলে;
স্ত্রীর মধ্যরেখা বেয়ে উঠে গেলাম দৃপ্ত বিভঙ্গে
তার বক্ষে, পান করলাম কবোষ্ণ স্তন্য, তৃপ্ত
হল মন। চুম্বন করলাম তার ওষ্ঠাধর,
থরথর কম্পিত আসন্ন-আশ্লেষ-আশংকায়।
উঠে গেলাম আরো ওপরে; করলাম লেহন
কর্ণমূল, আঁখিপল্লব, কপোল, চিবুক, ভ্রূযুগল,
চঞ্চল-ক্ষিপ্ত চিকুরদাম। অনুভবে করলাম
উপলব্ধি হৃদয়েশ্বরীর হৃত্স্পন্দন ভ্রূমধ্যশিরায়।
নেমে এলাম আবার নীচে, হল চুম্বিত-আদৃত
সালঙ্কার নাভি। তার পর প্রবেশ করলাম নিবিড়
অরণ্যপ্রদেশে, করলাম ভেদ তার অপাবৃত যোনিদ্বার।
নাড়ী কেটে বার করে আনা হল আমার ছোট্ট
শরীরটাকে। ভূমিষ্ঠ হলাম মাতৃকা-পাদমূলে;
স্ত্রীর মধ্যরেখা বেয়ে উঠে গেলাম দৃপ্ত বিভঙ্গে
তার বক্ষে, পান করলাম কবোষ্ণ স্তন্য, তৃপ্ত
হল মন। চুম্বন করলাম তার ওষ্ঠাধর,
থরথর কম্পিত আসন্ন-আশ্লেষ-আশংকায়।
উঠে গেলাম আরো ওপরে; করলাম লেহন
কর্ণমূল, আঁখিপল্লব, কপোল, চিবুক, ভ্রূযুগল,
চঞ্চল-ক্ষিপ্ত চিকুরদাম। অনুভবে করলাম
উপলব্ধি হৃদয়েশ্বরীর হৃত্স্পন্দন ভ্রূমধ্যশিরায়।
নেমে এলাম আবার নীচে, হল চুম্বিত-আদৃত
সালঙ্কার নাভি। তার পর প্রবেশ করলাম নিবিড়
অরণ্যপ্রদেশে, করলাম ভেদ তার অপাবৃত যোনিদ্বার।
Friday, October 16, 2015
অতিথি
পকেটে ভরে রাখি ভালোবাসা;
ছোট ছোট প্রেমের বড়ি,
এক-একটার দাম মাত্র দশ টাকা।
অনেকদিন ইচ্ছে করেই খুলে দেখি,
বড়িগুলো আছে তো ঠিকঠাক?
লাল-নীল-সবুজ স্বপ্নের মায়াজাল
চলেছি বুনে সারা দিন, সারা রাত ধরে;
এসেছে সকাল বড় দেরিতে। গিয়েছে
অনেক অনামিকা, অনেক শাশ্বতী,
অনেক সুরঙ্গমা। ভালো লাগেনি কাউকে।
মনের দহনব্যথা ধীরে, ধীরে, নির্বিচারে
শেষ করেছে অনুভূতির অন্তিম সূক্ষ্মতা।
এখন অপেক্ষা শুধু তার আসার,
কারণ জানি নিশ্চিতমনে - সে আসবেই।
ছোট ছোট প্রেমের বড়ি,
এক-একটার দাম মাত্র দশ টাকা।
অনেকদিন ইচ্ছে করেই খুলে দেখি,
বড়িগুলো আছে তো ঠিকঠাক?
লাল-নীল-সবুজ স্বপ্নের মায়াজাল
চলেছি বুনে সারা দিন, সারা রাত ধরে;
এসেছে সকাল বড় দেরিতে। গিয়েছে
অনেক অনামিকা, অনেক শাশ্বতী,
অনেক সুরঙ্গমা। ভালো লাগেনি কাউকে।
মনের দহনব্যথা ধীরে, ধীরে, নির্বিচারে
শেষ করেছে অনুভূতির অন্তিম সূক্ষ্মতা।
এখন অপেক্ষা শুধু তার আসার,
কারণ জানি নিশ্চিতমনে - সে আসবেই।
Saturday, September 26, 2015
"It's not your fault"
I'm crying in my room,
Doors locked,
In the middle of the night.
Delight? I'm far away,
But a fine wisp of morning
Mist, raven's call of the day,
Rooster's first crow driving
Deep silence away. Earth
Shatters anew in oblivion,
Re-inventing the wheel of
Self; who art thou? My
Salvation? The lady of
Shalott? I gotta go now
See about a girl.
Inspired by the movie "Good Will Hunting".
Doors locked,
In the middle of the night.
Delight? I'm far away,
But a fine wisp of morning
Mist, raven's call of the day,
Rooster's first crow driving
Deep silence away. Earth
Shatters anew in oblivion,
Re-inventing the wheel of
Self; who art thou? My
Salvation? The lady of
Shalott? I gotta go now
See about a girl.
Inspired by the movie "Good Will Hunting".
F**ked up
Had a lot to drink last night.
Bitter, sweet, pungent ale; taste
Still lingers on my heavy tongue,
Blocking thoughts away.
Were you there? I doubt it, lady.
You probably were asleep,
Quiet in your tidy bed,
Dreaming the charming prince,
Locked tight in a deep embrace.
Why didn't you think of me, lady?
Am I not the Holy Child? Ain't I
The savior of truth and beauty?
What have I done to distance you?
Pray tell me, so I could don back my regalia.
Bitter, sweet, pungent ale; taste
Still lingers on my heavy tongue,
Blocking thoughts away.
Were you there? I doubt it, lady.
You probably were asleep,
Quiet in your tidy bed,
Dreaming the charming prince,
Locked tight in a deep embrace.
Why didn't you think of me, lady?
Am I not the Holy Child? Ain't I
The savior of truth and beauty?
What have I done to distance you?
Pray tell me, so I could don back my regalia.
Tuesday, July 7, 2015
রমণ
তোর বুকে মাথা গুঁজে রাখি;
ইচ্ছে করে শুই তোর সাথে।
শৃঙ্গারে মাতাল হয়ে যাই,
সম্ভোগ-কূটে লুপ্ত হোক চেতনা,
তীব্র কামগন্ধ ছড়িয়ে পড়ুক
সারা ঘরে। রজনীগন্ধার দল
সাক্ষী থাকুক, আসুক নব
প্রাণের আনন্দবেদন, আজ
রাতের জন্য তুই হয়ে যা
আমার তিষ্যরক্ষিতা, হ কারুবাকী
শুধু আমারই জন্যে। মন-প্রাণ-যৌবন
দিয়ে করি উপভোগ তোকে;
হৃদয়েশ্বরী তুই, হে কিরণময়ী,
সৃষ্টিনিশার একচ্ছত্র কর্ত্রী।
ইচ্ছে করে শুই তোর সাথে।
শৃঙ্গারে মাতাল হয়ে যাই,
সম্ভোগ-কূটে লুপ্ত হোক চেতনা,
তীব্র কামগন্ধ ছড়িয়ে পড়ুক
সারা ঘরে। রজনীগন্ধার দল
সাক্ষী থাকুক, আসুক নব
প্রাণের আনন্দবেদন, আজ
রাতের জন্য তুই হয়ে যা
আমার তিষ্যরক্ষিতা, হ কারুবাকী
শুধু আমারই জন্যে। মন-প্রাণ-যৌবন
দিয়ে করি উপভোগ তোকে;
হৃদয়েশ্বরী তুই, হে কিরণময়ী,
সৃষ্টিনিশার একচ্ছত্র কর্ত্রী।
সুবাসিনী
এখানে মেয়েদের গন্ধ অন্যরকম;
বুকের খাঁজে খাঁজে জমে স্তন্যের অনুরাগ।
কোমল বাহুর সরল আশ্লেষে জাগায়
জন্মান্তরের অনুভূতি; সুরভি তার
ফুল্লকুসুম-হেন। মিলে যায় শরীরে শরীর,
মনে মন, আত্মায় আত্মা, অরূপে রূপ।
চুম্বনের অন্ত্যস্বাদে জেগে থাকে মৃদু
তরঙ্গ সমুদ্র-শোণিতের। এস নারী,
কাছে এস, তোমার কেশদাম হোক
শঙ্খমণ্ডিত প্রবালপ্রাচীর, চরণকমলে
মত্স্যকন্যার ইঙ্গিত, হাতের কঙ্কণ বর্ণময়,
কুচযুগে ভূমাতৃকার অবভাস, যোনিদ্বার
অপাবৃত, বিকচ শ্রোণীদেশে নিবিড় অরণ্য।
সার্থক হোক সৃষ্টি তব মোর গর্ভাধানে।
বুকের খাঁজে খাঁজে জমে স্তন্যের অনুরাগ।
কোমল বাহুর সরল আশ্লেষে জাগায়
জন্মান্তরের অনুভূতি; সুরভি তার
ফুল্লকুসুম-হেন। মিলে যায় শরীরে শরীর,
মনে মন, আত্মায় আত্মা, অরূপে রূপ।
চুম্বনের অন্ত্যস্বাদে জেগে থাকে মৃদু
তরঙ্গ সমুদ্র-শোণিতের। এস নারী,
কাছে এস, তোমার কেশদাম হোক
শঙ্খমণ্ডিত প্রবালপ্রাচীর, চরণকমলে
মত্স্যকন্যার ইঙ্গিত, হাতের কঙ্কণ বর্ণময়,
কুচযুগে ভূমাতৃকার অবভাস, যোনিদ্বার
অপাবৃত, বিকচ শ্রোণীদেশে নিবিড় অরণ্য।
সার্থক হোক সৃষ্টি তব মোর গর্ভাধানে।
Monday, July 6, 2015
শঙ্খচূড়
তোকে সাপ ছোঁবে;
সাপ ছোঁবে চিরকাল।
জংলা পাতায় ঘুম,
অশরীরী নিঃঝুম।
সবুজ ঘাসের মাঠ,
ধানক্ষেতে ফিসফিস,
হলুদ পাখির শিস।
ছবি হয়ে গেল ছোবল;
কলমা শেখের কবল।
আকাশের গানে মেঘ,
সাদা-কালো-ছেয়ে রং।
অন্ধকারেতে হাজার চোখের রোশনাই;
তারাবাতি, নাকি জোনাকি?
ঠোঁটে চুমু খেল সাপ।
সাপ ছোঁবে চিরকাল।
জংলা পাতায় ঘুম,
অশরীরী নিঃঝুম।
সবুজ ঘাসের মাঠ,
ধানক্ষেতে ফিসফিস,
হলুদ পাখির শিস।
ছবি হয়ে গেল ছোবল;
কলমা শেখের কবল।
আকাশের গানে মেঘ,
সাদা-কালো-ছেয়ে রং।
অন্ধকারেতে হাজার চোখের রোশনাই;
তারাবাতি, নাকি জোনাকি?
ঠোঁটে চুমু খেল সাপ।
অবিস্মরণীয়া
মেয়ে, এই সহজ কথাটা বুঝতে পারিস না কেন তুই?
তোকে ছেড়ে আমার চলবে না।
আমি ঘুরেছি অনেকটা পথ আশায় আশায়,
ক্লান্ত পায়ে, শ্রান্ত দেহে। ব্যথায়-কষ্টে মন
হয়েছে অবশ, নিঃসাড়; একটুখানি শান্তির লোভে
আমি হন্যে হয়ে ঘুরেছি দোরে দোরে।
তুই কি এখনো আমায় বুঝবি না?
আমাকে কবে বুঝবি তুই?
তোর কি মন বলতে কিছু নেই রে?
কেন তুই পালিয়ে বেড়াস এমন করে?
কোথায় থাকিস সারাটা দিন? কি করিস?
কোথায় যাস? ঘুরিস কার সঙ্গে?
আয় না একটু কাছে, বোস না একটু পাশে,
রাখি তোর হাতে হাত, তোর চোখে চোখ,
আর শুনি একমনে তোর দিনের বিবরণ।
তোকে ছেড়ে আমার চলবে না।
আমি ঘুরেছি অনেকটা পথ আশায় আশায়,
ক্লান্ত পায়ে, শ্রান্ত দেহে। ব্যথায়-কষ্টে মন
হয়েছে অবশ, নিঃসাড়; একটুখানি শান্তির লোভে
আমি হন্যে হয়ে ঘুরেছি দোরে দোরে।
তুই কি এখনো আমায় বুঝবি না?
আমাকে কবে বুঝবি তুই?
তোর কি মন বলতে কিছু নেই রে?
কেন তুই পালিয়ে বেড়াস এমন করে?
কোথায় থাকিস সারাটা দিন? কি করিস?
কোথায় যাস? ঘুরিস কার সঙ্গে?
আয় না একটু কাছে, বোস না একটু পাশে,
রাখি তোর হাতে হাত, তোর চোখে চোখ,
আর শুনি একমনে তোর দিনের বিবরণ।
Saturday, June 27, 2015
ক্ষণভঙ্গুর
কাঁচের জানালায় পিছলে যাচ্ছে রোদ;
পায়ে ফুটেছিল কাঁচের টুকরো কখন।
তোমার কথাই ভেবেছি সকাল থেকে,
গেয়েছি তোমার নামগান সারাখন।
কবি তুমি জটিল, অনাদি, রহস্যময়,
নির্ভয় নির্যাস। তোমার হাতে অরুণলেখা,
চোখের অঞ্জন চিত্রকল্প, প্রলাপ-প্রতিম
আঁখিপল্লবে দীর্ঘ নিদ্রাভাস। আঁধারঘন
বনানীপুষ্পদলে শিশিরকণার মতো ঝরে
ঝরা পাতা। কবি, তুমি কোথায় গেছো
আজ, কোথায় তোমার পুরোনো খাতার
পাতা? হয়তো তুমি বা রয়েছ শষ্পশয়ানে,
ক্ষীণকটিধরা নিমীলিত নত নয়ানে,
হয়তো তুমি বা রয়েছ আঁধারমাঝে,
ঝিলিমিলি রোদ পাতায় পাতায় বাজে,
হয়তো তোমার মন গেছে শেষ হয়ে,
পুড়ে ছাই, শুধু মন্ত্র চলেছে বয়ে,
হয়তো বা তুমি রয়েছ আমার মনে,
কাঁচঢাকা বাতি, ফুল্লকুসুম-সনে।
হয়তো সত্য হয়েছে মিথ্যা শ্রুতি,
হয়তো অনাদি নিষ্ঠুর করে বন্দী,
তুমি কি জাগো নি, কবি?
তুমি কি দেখো নি তারে?
তুমি কি পড়ো নি মনের কথা?
অশ্রুরেখায় পড়ে নি কি ধরা
চিরনূতনের মর্মব্যথা?
পায়ে ফুটেছিল কাঁচের টুকরো কখন।
তোমার কথাই ভেবেছি সকাল থেকে,
গেয়েছি তোমার নামগান সারাখন।
কবি তুমি জটিল, অনাদি, রহস্যময়,
নির্ভয় নির্যাস। তোমার হাতে অরুণলেখা,
চোখের অঞ্জন চিত্রকল্প, প্রলাপ-প্রতিম
আঁখিপল্লবে দীর্ঘ নিদ্রাভাস। আঁধারঘন
বনানীপুষ্পদলে শিশিরকণার মতো ঝরে
ঝরা পাতা। কবি, তুমি কোথায় গেছো
আজ, কোথায় তোমার পুরোনো খাতার
পাতা? হয়তো তুমি বা রয়েছ শষ্পশয়ানে,
ক্ষীণকটিধরা নিমীলিত নত নয়ানে,
হয়তো তুমি বা রয়েছ আঁধারমাঝে,
ঝিলিমিলি রোদ পাতায় পাতায় বাজে,
হয়তো তোমার মন গেছে শেষ হয়ে,
পুড়ে ছাই, শুধু মন্ত্র চলেছে বয়ে,
হয়তো বা তুমি রয়েছ আমার মনে,
কাঁচঢাকা বাতি, ফুল্লকুসুম-সনে।
হয়তো সত্য হয়েছে মিথ্যা শ্রুতি,
হয়তো অনাদি নিষ্ঠুর করে বন্দী,
তুমি কি জাগো নি, কবি?
তুমি কি দেখো নি তারে?
তুমি কি পড়ো নি মনের কথা?
অশ্রুরেখায় পড়ে নি কি ধরা
চিরনূতনের মর্মব্যথা?
Saturday, February 14, 2015
কিরকম যেন সব কিছু
আজকে শুধুই ছবি আঁকব।
অন্য কিছু ভালো লাগছেনা
করতে। তুই এখনো এলি না
কাছে। অপেক্ষা করতে করতে
আমি শ্রান্ত। সবার সব ইচ্ছে পূর্ণ
করতে, করতে, করতে, করতে,
বিধ্বস্ত, ক্ষত-বিক্ষত আমি। সুর
বেজে চলে পশ্চাত্পটে নিখিলের
অনিবার, পারেনা সরাতে সে
মনজোড়া বেদনার ভার, তীব্র ব্যথার
আশ্লেষ। আঁকব শুধুই ছবি আজকে,
করব যা ইচ্ছে তাই। ভালো লাগছেনা
কিচ্ছু, গল্প শুনব। রূপকথার গল্প,
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, রাজপুত্তুর-রাজকন্যে,
গাছতলা, আর এক হাট্টিমাটিমটিম।
অন্য কিছু ভালো লাগছেনা
করতে। তুই এখনো এলি না
কাছে। অপেক্ষা করতে করতে
আমি শ্রান্ত। সবার সব ইচ্ছে পূর্ণ
করতে, করতে, করতে, করতে,
বিধ্বস্ত, ক্ষত-বিক্ষত আমি। সুর
বেজে চলে পশ্চাত্পটে নিখিলের
অনিবার, পারেনা সরাতে সে
মনজোড়া বেদনার ভার, তীব্র ব্যথার
আশ্লেষ। আঁকব শুধুই ছবি আজকে,
করব যা ইচ্ছে তাই। ভালো লাগছেনা
কিচ্ছু, গল্প শুনব। রূপকথার গল্প,
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, রাজপুত্তুর-রাজকন্যে,
গাছতলা, আর এক হাট্টিমাটিমটিম।
Thursday, January 22, 2015
অরক্ষণীয়
তোকে কাছে পেতে চাই।
আরো কাছে, আরো নিবিড়ভাবে।
চোখে চোখ, হাতে হাত, বুকে বুক।
তোকে চুমু খাবো।
কপালে, ঠোঁটে, চিবুকে, স্তনে।
ঘ্রাণ নেব তোর চুলে জড়ানো রজনীগন্ধার।
কাছে আয় আরো,
ছড়িয়ে পড়ুক তোর যোনি-কস্তুরী ঘরের দিগ্বিদিকে।
আজ মনের বাধা-বন্ধ, দ্বিধা-দ্বন্দ্ব দূরে ছুঁড়ে ফেলে
উপভোগ কর পূর্ণমর্দিত ভগাঙ্কুরের তীব্র তৃপ্তি।
অসহনীয় কামরস ভিজিয়ে দিক বিছানার চাদর,
রসনা-দ্বৈরথ-সুবাস পবিত্র করুক আসঙ্গ-আশ্লেষ,
পৌঁছোক মন উত্তরমেঘের অসীম অমরাবতীতে,
করুক ভেদ বিরহিণী যক্ষ-প্রিয়ার শ্রোণীমধ্যারণ্য।
আরো কাছে, আরো নিবিড়ভাবে।
চোখে চোখ, হাতে হাত, বুকে বুক।
তোকে চুমু খাবো।
কপালে, ঠোঁটে, চিবুকে, স্তনে।
ঘ্রাণ নেব তোর চুলে জড়ানো রজনীগন্ধার।
কাছে আয় আরো,
ছড়িয়ে পড়ুক তোর যোনি-কস্তুরী ঘরের দিগ্বিদিকে।
আজ মনের বাধা-বন্ধ, দ্বিধা-দ্বন্দ্ব দূরে ছুঁড়ে ফেলে
উপভোগ কর পূর্ণমর্দিত ভগাঙ্কুরের তীব্র তৃপ্তি।
অসহনীয় কামরস ভিজিয়ে দিক বিছানার চাদর,
রসনা-দ্বৈরথ-সুবাস পবিত্র করুক আসঙ্গ-আশ্লেষ,
পৌঁছোক মন উত্তরমেঘের অসীম অমরাবতীতে,
করুক ভেদ বিরহিণী যক্ষ-প্রিয়ার শ্রোণীমধ্যারণ্য।
মনখারাপ
ভালো লাগছে না কিছু; আকাশে মেঘের ঘনঘটা,
তুষারকণার ঝাপটায় জানালার কাঁচ অস্পষ্ট,
চোখের কোণে জমেছে অনেকটা জল অনেক
দিনের স্মৃতিভারে। বয়স বেড়ে চলে, এক দিন
এক দিন, এক পল এক পল করে। নিঃসাড় মন
খুঁজে চলে বেঁচে থাকার শেষ অবলম্বন, শেষ
খড়কুটোর অবিমিশ্র আশ্বাস। সর্পে রজ্জু, নাকি
রজ্জুতে সর্প, কোনটা বেশি স্পৃহণীয় - এ কথা
হয়ে ওঠে বাতুলের অবান্তর প্রলাপ। সুরঙ্গমা,
তোমার কথা আজকে বড়ই মনে পড়ছে; মনকে
অনেকবার বারণ করেছি, বিশ্বাস করো। অনেক
করেছি চেষ্টা সব ভুলে নতুন করে সব কিছু শুরু
করার। কিন্তু নাচার মন তোমাকেই চাইছে যে;
একবার কি হতে পারে দেখা তোমার সঙ্গে?
তুষারকণার ঝাপটায় জানালার কাঁচ অস্পষ্ট,
চোখের কোণে জমেছে অনেকটা জল অনেক
দিনের স্মৃতিভারে। বয়স বেড়ে চলে, এক দিন
এক দিন, এক পল এক পল করে। নিঃসাড় মন
খুঁজে চলে বেঁচে থাকার শেষ অবলম্বন, শেষ
খড়কুটোর অবিমিশ্র আশ্বাস। সর্পে রজ্জু, নাকি
রজ্জুতে সর্প, কোনটা বেশি স্পৃহণীয় - এ কথা
হয়ে ওঠে বাতুলের অবান্তর প্রলাপ। সুরঙ্গমা,
তোমার কথা আজকে বড়ই মনে পড়ছে; মনকে
অনেকবার বারণ করেছি, বিশ্বাস করো। অনেক
করেছি চেষ্টা সব ভুলে নতুন করে সব কিছু শুরু
করার। কিন্তু নাচার মন তোমাকেই চাইছে যে;
একবার কি হতে পারে দেখা তোমার সঙ্গে?
প্রাত্যহিক
বৌদি, তোমরা কি ভালো আছো?
মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাদের কাছে
চলে যেতে; তোমাদের সঙ্গে কথা বলতে।
এই নিঃসঙ্গ, একলা জীবন মাঝে মাঝেই
বড় অসহ্য মনে হয়; নিষ্ফল, ব্যর্থ মনে হয়
চারিদিকের যত প্রাণপণ প্রয়াস পৃথিবী
পরিবর্তনের। কি দরকার ছিল এত সবের,
বলতে পারো বৌদি? ছেলেদের কাঁদতে নেই,
কাঁদলে লোকে নিন্দে করবে, ধিক্কার তুলবে
চতুর্দিকের শেয়াল-শকুনেরা। ভালো ও মন্দ
পারিনি বুঝতে আজও। তোমরা পেরেছো কি?
আমাকে কেউ পারল না বুঝতে; মন খারাপের
রোজনামচা লিখে লিখে লেখনী আমার ক্লান্ত।
দেখা পেলাম পথে যাদের, সবাই গেল ছেড়ে।
এখন কোথায় যাব, বলতে পারো?
মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাদের কাছে
চলে যেতে; তোমাদের সঙ্গে কথা বলতে।
এই নিঃসঙ্গ, একলা জীবন মাঝে মাঝেই
বড় অসহ্য মনে হয়; নিষ্ফল, ব্যর্থ মনে হয়
চারিদিকের যত প্রাণপণ প্রয়াস পৃথিবী
পরিবর্তনের। কি দরকার ছিল এত সবের,
বলতে পারো বৌদি? ছেলেদের কাঁদতে নেই,
কাঁদলে লোকে নিন্দে করবে, ধিক্কার তুলবে
চতুর্দিকের শেয়াল-শকুনেরা। ভালো ও মন্দ
পারিনি বুঝতে আজও। তোমরা পেরেছো কি?
আমাকে কেউ পারল না বুঝতে; মন খারাপের
রোজনামচা লিখে লিখে লেখনী আমার ক্লান্ত।
দেখা পেলাম পথে যাদের, সবাই গেল ছেড়ে।
এখন কোথায় যাব, বলতে পারো?
Subscribe to:
Posts (Atom)