Friday, December 25, 2015

শ্রেষ্ঠা

আমার চোখে তুই-ই বেস্ট;
আর কাউকেই চাইনা। তোর হরিণচোখ,
তোর স্বেদবিন্দুস্ফুট নাসাপুট, তোর
ভারাবনত শ্রোণীদেশ, আর তোর
ঠোঁটের লিপস্টিক। এই সবই ভালো।
হোক না ভাষা বিভিন্ন, থাক না স্থান
ও কালের ব্যবধান, যতক্ষণ তুই
আছিস আমার কাছে, মন ততক্ষণই
থাকে ভালো। ভীষণ, ভীষণ ভালো।
তোর সঙ্গেই খেলব অনাদিকালের খেলা,
তোর সঙ্গেই করব রচনা নব-নব প্রবন্ধের,
আর তোর সঙ্গেই দেব জন্ম দুই অপত্যের।
অপেক্ষা এখন শুধুই সময়ের। বলছি
আবারও, আমার চোখে তুই-ই শ্রেষ্ঠা।

No comments:

Post a Comment