Sunday, December 20, 2015

পূর্বাভাস

কবিরা বুঝতে পারে।
তুই কি আমায় বুঝিস,
সুরঙ্গমা?
তৃতীয় বিশ্বযুদ্ধের
দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
যখন মাঝে মাঝেই
খুঁজে পাই না
কথা বলার কাউকে,
তুই কি তখন
থাকিস আমারই আশেপাশে?
যখন কাউকে করা
যায় না বিশ্বাস,
জানি তুই আছিস
তখন আমাকে ঘিরে,
আমারই চারপাশে।
কবিরা বুঝতে পারে।

No comments:

Post a Comment