অনেকদিনের আগে,
এসেছিলে তুমি রাত্রির শেষে, প্রভাতের নবরাগে;
মুখকমলের অরুণছটায় বিভাসিয়া হৃদিপদ্ম,
শুধায়েছিলে গো সকরুণ স্নেহে তিমিরসূদন শরতের গেহে
রিক্ত-ঋক্থ অনবধানীরে চলিতে অমিয়-সদ্ম।
ছিনু ঘুমঘোরে স্বপনের ডোরে আমি অভিমান-মত্ত।
মোহের আবেশে অনৃতা লীলায় দীর্ঘসূত্রী, কাজের অছিলায়
জাগরণক্ষণে পাশরি সকলি, পরম-আনন্দ-সত্য।।
অনেকদিনের পরে,
আজিকে আবার এসেছ জননী, সন্ধ্যা-আঁধার ঘরে;
দিকে দিকে দেখি ঘোর তমিস্রা, আসিছে নামিয়া নিঠুর দংষ্ট্রা,
হতাশায় ভয়ে হরিছে নিদ্রা, নিদারুণ অবসরে।
প্রসারিয়া হাত শুধালে মাতঃ, "আসিয়াছি আমি, ভয় কী তাত,
ইচ্ছা কি আছে যেতে মোর সনে অজানার অভিসারে?"
Inspired by "Adeste Fideles"
Saturday, April 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment