Sunday, July 17, 2022

যীশুচরিত

যীশু তোমার কে?
তোমার বাপের মেয়ে?
আছে তোমার চেয়ে;
তোমার ঘরে ছেয়ে।
তুমি কোথায়, নেয়ে?
যাওরে সারি গেয়ে।
তোমার সাজিশ চেয়ে
আছেন তিনি ছেয়ে;
কেন আসছিস্ ধেয়ে?
সাতটি পাড়া কাঁপিয়ে?
তোর মানসের চেয়ে
আছেন তিনি ছেয়ে
কেন বুঝিস্ না যে এ?
ওরে বেল্লিক কে এ?
তোর মাথা গ‍্যাচে ঘুলিয়ে
শুধু ওষুধ-বিষুধ খেয়ে;
তুই যা রে থাক শুয়ে
মাথায় চাদর দিয়ে।
তোর মাংসের চেয়ে
তাঁরটি দামী যে এ;
থাক তুই ঘরে শুয়ে
কপাটে খিল দিয়ে।
তাঁর অভিমান খেয়ে
থাক রে ঘরে শুয়ে।

শ্রীবিষ্ণুকারিকা

বিষ্ণু তোমার কে?
তোমার মায়ের সে।
তোমার বিষ্ণু কে?
তোমায় আসছে ধেয়ে।
বিষ্ণুর নাম যে
হাজার হাজার ছেয়ে।
বিষ্ণু রে তোর কে?
তুই কি বুঝিস চেয়ে?
তোর বিষ্ণুর চেয়ে
আসছে কে বল্ ধেয়ে?
তোর ভুলভাল চেয়ে
আছে রে বিষ্ণু-নেয়ে।
তুই কি বুঝিস্ পেয়ে?
ঘটের মধ্যে ঘিয়ে?
কেন রে আছিস্ ধেয়ে?
বিষ্ণু-ছাড়াটি হয়ে?
মূর্খ ও রে কি এ?
আছে সবকিছু ছেয়ে।
তুই কি বুঝবি রে এ?
ঘটের দুমণ ঘিয়ে?