It's all about happiness;
You travel a thousand miles,
Make many cross-country trips,
Wade through the NYC crowd
In a cloudy and sad evening;
You trudge through the rainy slush
In old, forgotten alleyways full of
Creaky doors and squeaky mice.
You drive through the golden fields
Of corn, of barley, hay, and rice,
Into the afternoon sky of sunshine
Through the veils of cloud; you play
Soothing music in your player, just
To take a brief breath of respite in
The midst of a gathering storm.
After all, it's all about happiness.
Saturday, October 17, 2015
পুনরাগমন
তোকে ভালোবাসি;
সমস্ত মন দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে তোকে ভালোবাসি;
ভালোবাসি তোকে ঝড়ের মধ্যে, ভালোবাসি তোকে মেঘের
লেখায়, ভালোবাসি তোকে কঙ্কণের কিঙ্কিণীতে। কাছে আয়,
বোস আমার কোলে, বন্ধ হয়ে যাক শ্বাস-প্রশ্বাস, দিকে-দিগন্তে
বেজে উঠুক নুপূরের ঝঙ্কার। বৃষ্টিধারা নেমে আসুক ঊষর
মরুপ্রান্তরে, ধন্য হোক আমার শরীর তোর শরীরে মিশে,
চুম্বনজাল প্রসারিত হোক দুই ওষ্ঠাধরের ফাঁকে; নিবিড়ভাবে
আশ্লিষ্ট-নিষ্পিষ্ট হোক বেদনাকাতর মরীয়া এই দেহ, তোকে গান
শোনাই আজ অনাদিকালের, হোক কামনার সংসৃজন। কাছে
আয়, প্রবেশ করি তোর মধ্যে, তোর অন্তরমহলের অন্দরে, ঘন
অরণ্যের কন্দরে। বনস্পতি-সঙ্ঘর্ষে আজ জ্বলে উঠুক বাসনার
দাবানল, হোক নব প্রাণের আগমনবার্তা ঘোষিত চেতনার শেষ
গ্রন্থিতে। আয় তোকে ভালোবাসি আজ আর সব কিছু ছেড়ে।
সমস্ত মন দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে তোকে ভালোবাসি;
ভালোবাসি তোকে ঝড়ের মধ্যে, ভালোবাসি তোকে মেঘের
লেখায়, ভালোবাসি তোকে কঙ্কণের কিঙ্কিণীতে। কাছে আয়,
বোস আমার কোলে, বন্ধ হয়ে যাক শ্বাস-প্রশ্বাস, দিকে-দিগন্তে
বেজে উঠুক নুপূরের ঝঙ্কার। বৃষ্টিধারা নেমে আসুক ঊষর
মরুপ্রান্তরে, ধন্য হোক আমার শরীর তোর শরীরে মিশে,
চুম্বনজাল প্রসারিত হোক দুই ওষ্ঠাধরের ফাঁকে; নিবিড়ভাবে
আশ্লিষ্ট-নিষ্পিষ্ট হোক বেদনাকাতর মরীয়া এই দেহ, তোকে গান
শোনাই আজ অনাদিকালের, হোক কামনার সংসৃজন। কাছে
আয়, প্রবেশ করি তোর মধ্যে, তোর অন্তরমহলের অন্দরে, ঘন
অরণ্যের কন্দরে। বনস্পতি-সঙ্ঘর্ষে আজ জ্বলে উঠুক বাসনার
দাবানল, হোক নব প্রাণের আগমনবার্তা ঘোষিত চেতনার শেষ
গ্রন্থিতে। আয় তোকে ভালোবাসি আজ আর সব কিছু ছেড়ে।
দ্বিজ
আমার নতুন জন্ম হল আমার বউয়ের গর্ভ থেকে;
নাড়ী কেটে বার করে আনা হল আমার ছোট্ট
শরীরটাকে। ভূমিষ্ঠ হলাম মাতৃকা-পাদমূলে;
স্ত্রীর মধ্যরেখা বেয়ে উঠে গেলাম দৃপ্ত বিভঙ্গে
তার বক্ষে, পান করলাম কবোষ্ণ স্তন্য, তৃপ্ত
হল মন। চুম্বন করলাম তার ওষ্ঠাধর,
থরথর কম্পিত আসন্ন-আশ্লেষ-আশংকায়।
উঠে গেলাম আরো ওপরে; করলাম লেহন
কর্ণমূল, আঁখিপল্লব, কপোল, চিবুক, ভ্রূযুগল,
চঞ্চল-ক্ষিপ্ত চিকুরদাম। অনুভবে করলাম
উপলব্ধি হৃদয়েশ্বরীর হৃত্স্পন্দন ভ্রূমধ্যশিরায়।
নেমে এলাম আবার নীচে, হল চুম্বিত-আদৃত
সালঙ্কার নাভি। তার পর প্রবেশ করলাম নিবিড়
অরণ্যপ্রদেশে, করলাম ভেদ তার অপাবৃত যোনিদ্বার।
নাড়ী কেটে বার করে আনা হল আমার ছোট্ট
শরীরটাকে। ভূমিষ্ঠ হলাম মাতৃকা-পাদমূলে;
স্ত্রীর মধ্যরেখা বেয়ে উঠে গেলাম দৃপ্ত বিভঙ্গে
তার বক্ষে, পান করলাম কবোষ্ণ স্তন্য, তৃপ্ত
হল মন। চুম্বন করলাম তার ওষ্ঠাধর,
থরথর কম্পিত আসন্ন-আশ্লেষ-আশংকায়।
উঠে গেলাম আরো ওপরে; করলাম লেহন
কর্ণমূল, আঁখিপল্লব, কপোল, চিবুক, ভ্রূযুগল,
চঞ্চল-ক্ষিপ্ত চিকুরদাম। অনুভবে করলাম
উপলব্ধি হৃদয়েশ্বরীর হৃত্স্পন্দন ভ্রূমধ্যশিরায়।
নেমে এলাম আবার নীচে, হল চুম্বিত-আদৃত
সালঙ্কার নাভি। তার পর প্রবেশ করলাম নিবিড়
অরণ্যপ্রদেশে, করলাম ভেদ তার অপাবৃত যোনিদ্বার।
Friday, October 16, 2015
অতিথি
পকেটে ভরে রাখি ভালোবাসা;
ছোট ছোট প্রেমের বড়ি,
এক-একটার দাম মাত্র দশ টাকা।
অনেকদিন ইচ্ছে করেই খুলে দেখি,
বড়িগুলো আছে তো ঠিকঠাক?
লাল-নীল-সবুজ স্বপ্নের মায়াজাল
চলেছি বুনে সারা দিন, সারা রাত ধরে;
এসেছে সকাল বড় দেরিতে। গিয়েছে
অনেক অনামিকা, অনেক শাশ্বতী,
অনেক সুরঙ্গমা। ভালো লাগেনি কাউকে।
মনের দহনব্যথা ধীরে, ধীরে, নির্বিচারে
শেষ করেছে অনুভূতির অন্তিম সূক্ষ্মতা।
এখন অপেক্ষা শুধু তার আসার,
কারণ জানি নিশ্চিতমনে - সে আসবেই।
ছোট ছোট প্রেমের বড়ি,
এক-একটার দাম মাত্র দশ টাকা।
অনেকদিন ইচ্ছে করেই খুলে দেখি,
বড়িগুলো আছে তো ঠিকঠাক?
লাল-নীল-সবুজ স্বপ্নের মায়াজাল
চলেছি বুনে সারা দিন, সারা রাত ধরে;
এসেছে সকাল বড় দেরিতে। গিয়েছে
অনেক অনামিকা, অনেক শাশ্বতী,
অনেক সুরঙ্গমা। ভালো লাগেনি কাউকে।
মনের দহনব্যথা ধীরে, ধীরে, নির্বিচারে
শেষ করেছে অনুভূতির অন্তিম সূক্ষ্মতা।
এখন অপেক্ষা শুধু তার আসার,
কারণ জানি নিশ্চিতমনে - সে আসবেই।
Subscribe to:
Posts (Atom)