Saturday, February 14, 2015

কিরকম যেন সব কিছু

আজকে শুধুই ছবি আঁকব।
অন্য কিছু ভালো লাগছেনা
করতে। তুই এখনো এলি না
কাছে। অপেক্ষা করতে করতে
আমি শ্রান্ত। সবার সব ইচ্ছে পূর্ণ
করতে, করতে, করতে, করতে,
বিধ্বস্ত, ক্ষত-বিক্ষত আমি। সুর
বেজে চলে পশ্চাত্পটে নিখিলের
অনিবার, পারেনা সরাতে সে
মনজোড়া বেদনার ভার, তীব্র ব্যথার
আশ্লেষ। আঁকব শুধুই ছবি আজকে,
করব যা ইচ্ছে তাই। ভালো লাগছেনা
কিচ্ছু, গল্প শুনব। রূপকথার গল্প,
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, রাজপুত্তুর-রাজকন্যে,
গাছতলা, আর এক হাট্টিমাটিমটিম।