Sunday, August 26, 2012

একজন বন্ধুর বিবাহ উপলক্ষ্যে

এসেছিল প্রেম শান্ত চরণে, নিবিড় গগনছায়ে,
পিককুহুতানে, আনত নয়ানে, চির-বসন্ত-বায়ে |
দেখেছিলে প্রাণ নীড়-অভিযান, কাল-ছন্দে তব
জেগেছিল মীড় গোপন গভীর, সকরুণ অভিনব |
দীর্ঘ-প্রবাস-লব্ধ-প্রণাশ জেনেছিল তার সীমা,
শ্রান্ত তপ্ত জীবনপ্রবাহে একফালি চন্দ্রিমা |
স্তব্ধ নিশার নীরব-অভিসার-শেষে বাজে ভৈরবী,
অশ্রুসাগরকূল হতে আজি ওঠে রক্তিম রবি |
এসো এসো প্রেম, সুনীল সফেন, কর পূত গৃহ মোর,
এসো প্রতিবেশী, বন্ধু, প্রবাসী, রাত্রি হয়েছে ভোর |
আশীর্বচন মাগি সবাকার, সংসারপথে নব
দাও ভরি কর প্রবীণ প্রবর, চির-আনন্দে তব |
সুখ-দুঃখের ক্ষুদ্র সীমানা ম্লান হয়ে যাক আজি,
শান্তিবারির অরূপের স্রোতে মাধুরী উঠুক সাজি |