Sunday, June 24, 2012
ডাইনোটা কি জানে ?
আজ সকালের মেঘ্টায় ছিল একরাশ দলছুট গিরগিটির অভিমান
তুই আরেকটুক্ষণ আমার কাছে থাকতেই পারতিস, সুরঙ্গমা |
ডাইনোসরটা অনেকক্ষণ হলো পালিয়ে গেছে, তখন বৃষ্টি শুরু হয়নি
সুরঙ্গমা, কালকে রাত্রে তুই যখন সোফায় গিয়ে শুলি, প্রথমটা খুব রাগ হয়েছিল
জঙ্গল আর পাহাড়গুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে লাল ধুলোয়
সত্যি বলছি তোকে, প্রথমটা খুব খুব রেগে গেছিলুম তোর ওপরে
কিন্তু ওই যে, তখনো আকাশ কালো হয়ে ট্রায়াসিক পতঙ্গের দল নামেনি
তোর অভিমানটা বড্ড বেশী, তুই কি সেটা জানিস, সুরঙ্গমা ?
এখনো বোধ হয় আরেকটু দেরিই আছে জঙ্গলগুলো সব পাহাড়ের তলায় চাপা পড়তে
সেই ফাঁকে তুই না হয় আমার কাছে চলেই আয়
তিন সত্যি করছি, ক্রুড অয়েলের অর্ধেকটা তোকেই দিয়ে দেব
তুই শুধু শেষ বারের মত আমার মনপোষা গিরগিটিগুলোকে নিয়ে চলে আয় |
Subscribe to:
Posts (Atom)