Sunday, June 24, 2012

নেশার অভ্যাস

সব কিছু বারবার করাই নেশা ;
শুধু পান-বিড়ি-সিগারেট নয় |
এই যেমন বেঁচে থাকা,
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা,
মুখ ধোয়া, খাওয়া,
বাজারে যাওয়া,
অফিসে যাওয়া,
আর ফিরে এসে ঘুমিয়ে পড়া |

প্রথম চুমু নেশা নয় ;
যেমন নয় প্রথম সঙ্গম |
নয় প্রথম অপাঙ্গদৃষ্টি কিম্বা প্রথম প্রেমালাপ |
প্রাথমিকতার বাধা কাটলেই
যেমন প্রথম প্রেমপত্র হয়ে ওঠে চিরাভ্যস্ত নেশা,
জীবনও তেমনই হয় এক নেশাগ্রস্ত অভ্যাস |

ডাইনোটা কি জানে ?

আজ সকালের মেঘ্টায় ছিল একরাশ দলছুট গিরগিটির অভিমান
তুই আরেকটুক্ষণ আমার কাছে থাকতেই পারতিস, সুরঙ্গমা |
ডাইনোসরটা অনেকক্ষণ হলো পালিয়ে গেছে, তখন বৃষ্টি শুরু হয়নি
সুরঙ্গমা, কালকে রাত্রে তুই যখন সোফায় গিয়ে শুলি, প্রথমটা খুব রাগ হয়েছিল
জঙ্গল আর পাহাড়গুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে লাল ধুলোয়
সত্যি বলছি তোকে, প্রথমটা খুব খুব রেগে গেছিলুম তোর ওপরে
কিন্তু ওই যে, তখনো আকাশ কালো হয়ে ট্রায়াসিক পতঙ্গের দল নামেনি
তোর অভিমানটা বড্ড বেশী, তুই কি সেটা জানিস, সুরঙ্গমা ?
এখনো বোধ হয় আরেকটু দেরিই আছে জঙ্গলগুলো সব পাহাড়ের তলায় চাপা পড়তে
সেই ফাঁকে তুই না হয় আমার কাছে চলেই আয়
তিন সত্যি করছি, ক্রুড অয়েলের অর্ধেকটা তোকেই দিয়ে দেব
তুই শুধু শেষ বারের মত আমার মনপোষা গিরগিটিগুলোকে নিয়ে চলে আয় |