ম্লান হয়ে আসে দিবসের আলো, কন্যা বাঁধিছে চুল,
ক্ষীণ মর্মর নদী-কলস্বর পরশে বৃক্ষমূল।
জ্বলে ওঠে বাতি নিবিড় তিমিরে, গগনে তারকাচয়,
অচেনা ফুলের অজানা সুবাস ভরিয়াছে বনময়।
স্তব্ধ নিশার আঁধার ভেদিয়া দূরে বেজে ওঠে শাঁখ,
মন্দিরতল জন-আকীর্ণ, এতটুকু নাহি ফাঁক।
পাখিরা ফিরিছে নিরালা কুলায়ে, রাখাল ফিরেছে ঘরে,
দাওয়ায় বসিয়া গৃহবধূ সবে রামায়ণ-কথা পড়ে।
ইহারা কেহই পারেনি জানিতে বহুদূর এক দেশে,
সপ্ত সাগর, তেরো নদী আর তিন ভুবনের শেষে,
রয়েছে যে দেশ দশার্ণ গ্রাম, বিপাশা নদীরও পরে,
রাত্রির শেষে যেথায় ধরণী তুহিন-মূরতি গড়ে;
সেই দেশে আজি নিশীথ-আকাশে উঠিয়াছে এক তারা,
ধরার ধূলির করুণ বেদনা তার হয়ে গেছে সারা।
Dedicated to: Late Mr Joe Paterno (JoePa), retired Penn State football coach
Tuesday, January 24, 2012
Subscribe to:
Posts (Atom)