Sunday, October 28, 2012

A Poem by Kamalpriya Roy (Katy, TX)

শ্রাবণসন্ধ্যা

আজ শ্রাবণের বিরহিণী ব্যাকুল সায়াহ্নে
বসে আছি বাতায়ন পাশে,
ঝরিছে অঝোর ধারা, বায়ু বহে দিশাহারা
অবিশ্রান্ত সিক্ত ধরা
যেন চাহিয়া রয় কার মুখপানে,
কহিতে চাহে যে কথা তাহা কেহ নাহি জানে |
সেই চাহনিকে সঙ্গে লয়ে
মম মন ধায় মেঘদূত বার্তা বহে
কোন সুদূরের পথপানে,
যেথায় শাল্মলী, তাল-তমাল বনে
ঘুরে ফিরে কার পূর্বজনমের কথা,
কদম্বের মধুর সুবাসে কেকার মুখর স্বরে
যেন কোন অনুপম মুরলীমোহন সুরে
জাগায়ে তুলেছে এক বিস্মৃতির ব্যথা,
আনন্দ ও বেদনায় মিলে
সে এক অপরূপ রূপকথা |

Sunday, August 26, 2012

একজন বন্ধুর বিবাহ উপলক্ষ্যে

এসেছিল প্রেম শান্ত চরণে, নিবিড় গগনছায়ে,
পিককুহুতানে, আনত নয়ানে, চির-বসন্ত-বায়ে |
দেখেছিলে প্রাণ নীড়-অভিযান, কাল-ছন্দে তব
জেগেছিল মীড় গোপন গভীর, সকরুণ অভিনব |
দীর্ঘ-প্রবাস-লব্ধ-প্রণাশ জেনেছিল তার সীমা,
শ্রান্ত তপ্ত জীবনপ্রবাহে একফালি চন্দ্রিমা |
স্তব্ধ নিশার নীরব-অভিসার-শেষে বাজে ভৈরবী,
অশ্রুসাগরকূল হতে আজি ওঠে রক্তিম রবি |
এসো এসো প্রেম, সুনীল সফেন, কর পূত গৃহ মোর,
এসো প্রতিবেশী, বন্ধু, প্রবাসী, রাত্রি হয়েছে ভোর |
আশীর্বচন মাগি সবাকার, সংসারপথে নব
দাও ভরি কর প্রবীণ প্রবর, চির-আনন্দে তব |
সুখ-দুঃখের ক্ষুদ্র সীমানা ম্লান হয়ে যাক আজি,
শান্তিবারির অরূপের স্রোতে মাধুরী উঠুক সাজি |

Sunday, June 24, 2012

নেশার অভ্যাস

সব কিছু বারবার করাই নেশা ;
শুধু পান-বিড়ি-সিগারেট নয় |
এই যেমন বেঁচে থাকা,
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা,
মুখ ধোয়া, খাওয়া,
বাজারে যাওয়া,
অফিসে যাওয়া,
আর ফিরে এসে ঘুমিয়ে পড়া |

প্রথম চুমু নেশা নয় ;
যেমন নয় প্রথম সঙ্গম |
নয় প্রথম অপাঙ্গদৃষ্টি কিম্বা প্রথম প্রেমালাপ |
প্রাথমিকতার বাধা কাটলেই
যেমন প্রথম প্রেমপত্র হয়ে ওঠে চিরাভ্যস্ত নেশা,
জীবনও তেমনই হয় এক নেশাগ্রস্ত অভ্যাস |

ডাইনোটা কি জানে ?

আজ সকালের মেঘ্টায় ছিল একরাশ দলছুট গিরগিটির অভিমান
তুই আরেকটুক্ষণ আমার কাছে থাকতেই পারতিস, সুরঙ্গমা |
ডাইনোসরটা অনেকক্ষণ হলো পালিয়ে গেছে, তখন বৃষ্টি শুরু হয়নি
সুরঙ্গমা, কালকে রাত্রে তুই যখন সোফায় গিয়ে শুলি, প্রথমটা খুব রাগ হয়েছিল
জঙ্গল আর পাহাড়গুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে লাল ধুলোয়
সত্যি বলছি তোকে, প্রথমটা খুব খুব রেগে গেছিলুম তোর ওপরে
কিন্তু ওই যে, তখনো আকাশ কালো হয়ে ট্রায়াসিক পতঙ্গের দল নামেনি
তোর অভিমানটা বড্ড বেশী, তুই কি সেটা জানিস, সুরঙ্গমা ?
এখনো বোধ হয় আরেকটু দেরিই আছে জঙ্গলগুলো সব পাহাড়ের তলায় চাপা পড়তে
সেই ফাঁকে তুই না হয় আমার কাছে চলেই আয়
তিন সত্যি করছি, ক্রুড অয়েলের অর্ধেকটা তোকেই দিয়ে দেব
তুই শুধু শেষ বারের মত আমার মনপোষা গিরগিটিগুলোকে নিয়ে চলে আয় |

Tuesday, January 24, 2012

অনুভাবক

ম্লান হয়ে আসে দিবসের আলো, কন্যা বাঁধিছে চুল,
ক্ষীণ মর্মর নদী-কলস্বর পরশে বৃক্ষমূল।
জ্বলে ওঠে বাতি নিবিড় তিমিরে, গগনে তারকাচয়,
অচেনা ফুলের অজানা সুবাস ভরিয়াছে বনময়।
স্তব্ধ নিশার আঁধার ভেদিয়া দূরে বেজে ওঠে শাঁখ,
মন্দিরতল জন-আকীর্ণ, এতটুকু নাহি ফাঁক।
পাখিরা ফিরিছে নিরালা কুলায়ে, রাখাল ফিরেছে ঘরে,
দাওয়ায় বসিয়া গৃহবধূ সবে রামায়ণ-কথা পড়ে।
ইহারা কেহই পারেনি জানিতে বহুদূর এক দেশে,
সপ্ত সাগর, তেরো নদী আর তিন ভুবনের শেষে,
রয়েছে যে দেশ দশার্ণ গ্রাম, বিপাশা নদীরও পরে,
রাত্রির শেষে যেথায় ধরণী তুহিন-মূরতি গড়ে;
সেই দেশে আজি নিশীথ-আকাশে উঠিয়াছে এক তারা,
ধরার ধূলির করুণ বেদনা তার হয়ে গেছে সারা।

Dedicated to: Late Mr Joe Paterno (JoePa), retired Penn State football coach