শ্রাবণসন্ধ্যা
আজ শ্রাবণের বিরহিণী ব্যাকুল সায়াহ্নে
বসে আছি বাতায়ন পাশে,
ঝরিছে অঝোর ধারা, বায়ু বহে দিশাহারা
অবিশ্রান্ত সিক্ত ধরা
যেন চাহিয়া রয় কার মুখপানে,
কহিতে চাহে যে কথা তাহা কেহ নাহি জানে |
সেই চাহনিকে সঙ্গে লয়ে
মম মন ধায় মেঘদূত বার্তা বহে
কোন সুদূরের পথপানে,
যেথায় শাল্মলী, তাল-তমাল বনে
ঘুরে ফিরে কার পূর্বজনমের কথা,
কদম্বের মধুর সুবাসে কেকার মুখর স্বরে
যেন কোন অনুপম মুরলীমোহন সুরে
জাগায়ে তুলেছে এক বিস্মৃতির ব্যথা,
আনন্দ ও বেদনায় মিলে
সে এক অপরূপ রূপকথা |