Monday, October 31, 2011

স্বপ্ন

স্বপ্ন দেখছিলুম ... একটা নয়, অনেকগুলো, সারা রাত ধরে।
টুপটাপিয়ে ঝরে পড়া শিশিরের মত, এই মনের ফাঁকা মাঠে
তারা এসেছিল, খেলেছিল, আবার কখন যেন চলেও গিয়েছিল অন্ধকারে।
দেখতে পাইনি যে লিখে রাখব, শুনতেও পাইনি যে মনে রাখব;
ভোরের দিকে যখন পুব আকাশে আলোর অস্পষ্ট আভাস,
তখন কার যেন একটা কান্নার আওয়াজ শুনেছিলাম
অনেক অনেক দূরের একটা পাড়া থেকে।
সেই আওয়াজের সঙ্গে মিশে ছিল
কুকুরের ডাক, বুড়ো বটগাছের পাতার খসখসানি আর
সকালের প্রথম কাকটার কর্কশ আর্তনাদ;
ঘুমিয়ে পড়েছি আবার, অন্ধকারে রাস্তা পালটে গিয়েছে কখন কে জানে।
মাঝদুপুরে আবার মুখে পড়েছে তীব্র রোদ্দুর, উঠে তখন হাতড়েছি পাগলের মত,
কিন্তু পাইনি আর খুঁজে।
মনটা রইল ভার হয়ে, আবার একটা দিনের মত।