দূর হতে দূরে গিয়েছিলে সরে, পাই নি তোমার দেখা;
অস্তসূর্যকরপ্রপাতে ছিল পড়ে স্মৃতিলেখা।
অলস দিনের বিজন বেলায় মুগ্ধ আবেশে যবে
রয়েছিনু চেয়ে তব মুখপানে অপূর্ব অনুভবে,
বুঝি নি তখন ওগো মায়াময়ী ক্ষণিক কালের স্রোতে
কলহাস্যের ক্বণিত রাগিণী নীড়-নিঃশেষ ব্রতে
হবে হাহুতাশ, দীর্ঘ প্রবাস, নিঠুর মৌনী-মাঝে,
বজ্র-সমান হানিবে হৃদয় বিপুল বিষম-সাজে।
প্রথম প্রণয় অনাবিল হায়, যাতনা দুর্নিবার,
বিচ্ছেদব্যথা ভুলিছে নিদ্রা, নিঃসীম পারাবার।
দিন যায় ক্রমে এক হতে এক, চিন্তা মিশায় পলে,
দীর্ণ নিশার চকিত চাহনি দেখে উপহাসছলে।
অবশেষে যবে মানিনু হৃদয়ে এ এক স্বপ্ন ঘোর,
সহসা স্বপ্ন মিলায় আশীষে, দেখি মম চিতচোর।
Sunday, July 17, 2011
Subscribe to:
Posts (Atom)